হাতিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৮:৪০ পিএম


হাতিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানান আয়োজনের মধ্য দিয়ে হাতিয়া উপজেলায়   পালিত হলো স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। 

জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনার মাধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়। 

বুধবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহি উদ্দিন মুহিনের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইউসুফ আলি, বর্তমান পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, জেলা যুবলীগ সদস্য জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক সাজেদ উদ্দিন এবং কলেজ ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন স্বপন সহ অন্যান্যরা। 

প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক লীগের প্রায় ৪ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

এর পূর্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে নেতা কর্মীরা উপজেলা সদরে সংগঠনটির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প মাল্য অর্পন করে পরে একটি র‌্যালি উপজেলা পরিষদ এর সামনে থেকে শুরু হয়ে শুহরের মোড়  প্রদক্ষিন করে পুনরায় পরিষদ হল রুমে এসে সমাপ্ত হয়। 

Link copied