২৬ জুলাই ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস

দূর্গাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০২:৪৫ পিএম


২৬ জুলাই ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার কলমাকান্দায় প্রতিবছরের ন্যায় এবারও নাজির পুর যুদ্ধ দিবস পালনের প্রস্তুতি নেয়া হয়েছে।
মুক্তিযুদ্ধের গৌরব গাথাঁ স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে এবছরও জেলা ও উপজেলা প্রশাসন নানান কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার উদ্যোগ গ্রহন করেছে। 

১৯৭১ সালের ২৬ জুলাই সকালে দুর্গাপুরের বিরিশিরি পাকিস্তানি ক্যাম্প থেকে কলমাকান্দায় পাক হানাদার ক্যাম্পে রসদ যাবার খবর পান মুক্তিযোদ্ধারা। সে অনুসারে নাজিরপুর বাজারের সকল প্রবেশপথ অ্যাম্বুস করেন কমান্ডার নাজমুল হক তারার নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা।দীর্ঘ সময় অপেক্ষার পর পাক বাহিনী না আসায় তাদের অ্যাম্বুস প্রত্যাহার করেন। অ্যাম্বুস প্রত্যাহার শেষে ফেরার পথে মুক্তিবাহিনীর উপর অতর্কিত গুলি বর্ষন শুরু করে পাক বাহিনী। এক পর্যায়ে এই সম্মুখ যুদ্ধে নেত্রকোনার ডাঃ আব্দুল আজিজ, মোঃ ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মোঃ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস,দিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, মোঃ নুরুজ্জামান ও জামালপুরের মোঃ জামাল উদ্দিন নামে সাত মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে এই যুদ্ধে সাত শহীদকে উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি সীমান্তে ১১৭২ নম্বর পিলার সংলগ্ন গনেশ্বরী নদীর তীরে সমাহিত করা হয়।

এ ব্যাপারে লেংগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন প্রতিবছর ২৬ জুলাইকে নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালন করে আসছে ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধারা।

এবছর কর্মসূচীর মধ্যে থাকবে উপজেলার নাজিরপুর বাজার সংলগ্ন নাজিরপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন,ফুলবাড়ি সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার, স্থানীয় মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা। তবে করোনার বিধিনিষেধের জন্য হচ্ছে না কোন আলোচনা সভা।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এম.পি, জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ও মন্ত্রী আশরাফ আলী খাঁন খসরু এম.পি, জেলা প্রশাসক অন্জনা খাঁন মজলিশ সহ জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপার, বর্ডার গার্ড, জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নআওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ। 

এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআবুল হাশেম জানান, এবছর স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সাত শহীদদের স্মরণে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার প্রস্তুতি নেয়া হয়েছে।

Link copied