বাংলাদেশ দেউলিয়া হতে পারে
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১১:২১ এএম
ছবিঃ সংগৃহীত
ঋণের বোঝা বাংলাদেশকে দেউলিয়া করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, “দেশের ঋণ ১৬ লাখ কোটি টাকা। ভবিষ্যতে যখন এই ঋণ সুদসহ পরিশোধ করতে হবে তখন দেশের অবস্থা ভয়াবহ হতে পারে।"
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জুরাইন রেলগেটে জাতীয় পার্টির শ্যামপুর ও কদমতলী থানা শাখা আয়োজিত জনসভায় এ কথা বলেন জিএম কাদের।
শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, করোনা সংকটে শ্রীলঙ্কার পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দশ বছরের গৃহযুদ্ধের পরও শ্রীলঙ্কা দেউলিয়া হয়নি। শুধু ঋণের বোঝায় দেউলিয়া হয়ে গেছে। আবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের একই রাজনৈতিক বাস্তবতা। সে কারণেই বাংলাদেশ শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
শ্রীলঙ্কার মতো বাংলাদেশে কোথাও জবাবদিহি নেই বলে অভিযোগ করেন তিনি।
জিএম কাদের বলেন, “এমন দেশ না দেখার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। দেশে রাজা না পাওয়ার জন্য বীর শহীদেরা প্রাণ উৎসর্গ করেছেন। জনপ্রতিনিধি পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জনগণের রাজা পেয়েছি।"
২০২২-২৩ অর্থবছরের বাজেটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এটি একটি ঋণ-নির্ভর নথি। শ্রমজীবী মানুষের জন্য এবং বেকারত্ব নিরসনে বাজেটে কোনো বরাদ্দ নেই।
জাতীয় পার্টির প্রধান আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু এ বিষয়ে সরকারের কোনো নজর নেই।
ভর্তুকি দিয়েও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মেগা প্রকল্পের মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলে অভিযোগ করেন জাপা নেতা।
তিনি বলেন, “আমরা আর কোনো মেগা প্রকল্প চাই না। আমরা চাই মানুষ দু'মুঠো খাবে এবং হাসপাতালে সহজে ভালো চিকিৎসা পাবে।