বয়সের ছাপ দূর করার ঘরোয়া উপায়

মমিনুল হক রাকিব,

প্রকাশিত: ২ জুলাই ২০২২, ০৫:০২ এএম


বয়সের ছাপ দূর করার ঘরোয়া উপায়

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিটি মানুষের চাহিদা থাকে উজ্জ্বল এবং প্রাণবন্ত ত্বক। উজ্জ্বল এবং প্রাণবন্ত ত্বক মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয় দ্বিগুণ। কিন্তু পরিবেশ দূষণ এবং মানসিক দুঃশ্চিন্তা ধীরে ধীরে প্রাণহীন ও নিস্তেজ করে তোলে। যার দরুণ আমাদের চেহারায় বয়সের ছাপ পরে যায়। তবে ত্বককে পুনরুজ্জীবিত করার জন্য রয়েছে বেশ কিছু ঘরোয়া পদ্ধতি। ত্বকে যত কম কেমিক্যাল ব্যবহার করা যায়, ত্বক ততই সুস্থ থাকবে। ঘরোয়া পদ্ধতি তে ত্বক এর যত্ন নিলে, কিছুদিনের মধ্যেই এর সুফল আপনি ভোগ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে বয়সের ছাপ দূর করার পদ্ধতি—

আমলকির ব্যবহারঃ

আমলকি তে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক এর বিভিন্ন ধরণের ক্ষতি সারাতে কাজ করে। রূপচর্চার কাজে ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে আমলকি অন্যতম। ত্বকে জমা থাকা দূষিত পদার্থ বের করে নিতে আমলকি সাহায্য করে। আমলকি চুলের যত্নেও বেশ উপকারী।

পেঁপে ও মধুঃ

পেঁপে ত্বকের যত্নে স্ক্রাব হিসেবে কাজ করবে এবং ত্বকে পুষ্টির যোগান দেয়। ২ চামচ পেঁপের পেস্ট এবং ২ চামচ মধু একসাথে মিশিয়ে ত্বকে লাগান। এরপর ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক এর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

নিমপাতা ব্যবহারঃ

ত্বকের যত্নে নিমপাতা বেশ গুরুত্বপূর্ণ। নিমপাতা ওষধিগুণ সম্পন্ন ভেষজ। এটি ত্বকের সংক্রমণ রোধে কার্যকরী উপাদান। ব্রণের সমস্যা রোধে নিয়মিত নিমপাতা ব্যবহার করা যায়। নিমের পাউডার বা তেল ত্বকের জন্য বেশ উপকারী।

কমলার খোসাঃ

কমলার খোসা কুঁচি কুঁচি করে রোদে শুকিয়ে নিতে হবে। ১ চামচ শুকনো কমলার খোসা, ২ চামচ বেসন ও ১ চামচ দুধ যোগ করে একটি মিশ্রণ তৈরী করতে হবে।  মিশ্রণটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে এবং তারপর ধুয়ে ফেলতে হবে। কমলার খোসায় থাকা ভিটামিন সি এবং সাইট্রিক এসিড কোলাজেন গঠনে সাহায্য করে যা ত্বকের টানটান ভাব ধরে রাখে।

Link copied