বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে একাত্তর পোস্ট
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ০৭:৩৭ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
আপনি কি যেকোনো বড় ধরনের ঘটনা দ্রুত মোবাইল ফোনে টাইপ করতে পারদর্শী? ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও দ্রুত পাঠাতে পারবেন? তাহলে প্রস্তুতি নিন আপনার জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা করার জন্য।
আপনাকে সুযোগ দিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল একাত্তর পোস্টের জন্য প্রতিনিধি নিয়োগ করা হবে। সাংবাদিকতায় দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এমন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান আগ্রহী ব্যক্তিগণ আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম- একাত্তর পোস্ট
প্রধান কার্যালয়ঃ ২২৫/সি, রোড নং-৯, খিলগাঁও, ঢাকা-১২১২
পদের নামঃ
১. সাব এডিটর
২. ভয়েস এডিটর
৩. ফিচার এডিটর
৪. ভিডিও এডিটর
৫. স্টাফ রিপোর্টার
৬. জেলা প্রতিনিধি
৭. উপজেলা প্রতিনিধি
৮. ক্যাম্পাস প্রতিনিধি
আবেদনের যোগ্যতাঃ
► শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।
► মোবাইলে ভিডিও ধারণ ও লাইভ করার অভিজ্ঞতা থাকতে হবে।
► সাংবাদিকতায় কমপক্ষে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করতে হবে যেভাবেঃ
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন এই ঠিকানায়ঃ career@ekattorpost.com (পদের নাম মেইলের সাবজেক্টে উল্লেখ করতে হবে)।
আবেদনের সর্বশেষ তারিখঃ
আগমী ১৫ই অক্টোবর আবেদনের সর্বশেষ তারিখ। ১৫ই অক্টোবর এর পর আবেদন গ্রহণযোগ্য হবে না।
যেকোনো সমস্যা অথবা যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুনঃ
►ফোনঃ +880 96 11 87 33 76
►মোবাইলঃ +880 15 18 64 68 79