নতুন প্রেসিডেন্ট পেল শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক, একাত্তর পোস্ট

প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ০৪:৩৯ পিএম


নতুন প্রেসিডেন্ট পেল শ্রীলংকা

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার সংসদ সদস্যরা জনগণের কাছে অপ্রিয় হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন।

রনিল বিক্রমাসিংহে দেশকে অর্থনৈতিক পতন থেকে বের করে আনা এবং কয়েক মাস ধরে গণবিক্ষোভের পর জনশৃঙ্খলা পুনরুদ্ধার করার দায়িত্ব পালন করছেন।

বুধবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে দলের প্রতিদ্বন্দ্বী দুল্লুস আলাহাপেরুমাকে পরাজিত করেন তিনি।

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়েছেন।

তার পদত্যাগের আহ্বান জানিয়ে হাজার হাজার বিক্ষোভকারী তার রাষ্ট্রপতির বাসভবন এবং অন্যান্য সরকারি ভবনে হামলা চালালে তিনি মালদ্বীপ এবং তারপর সিঙ্গাপুরে পালিয়ে যান।

বিক্ষোভকারীরা এ বছরের মে মাসে প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়া বিক্রমাসিংহের পদত্যাগেরও আহ্বান জানিয়েছিল। প্রতিবাদকারীরা তার ব্যক্তিগত বাড়ি পুড়িয়ে দেয় এবং তার নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভে কলম্বোতে তার প্রধানমন্ত্রীর কার্যালয়েও হামলা চালায়।

বিক্ষোভকারীরা ক্রমাগত প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের আহ্বান জানিয়ে এসেছিলো।

তবে বিক্রমাসিংহে সেই আহ্বান অস্বীকার করেছেন। রাজাপাকসে পালিয়ে যাওয়ার পরে তিনি স্বয়ংক্রিয়ভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছিলেন এবং বুধবার তার বিজয়ের অর্থ হল তিনি ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

Link copied