ইতালিয়ান হিমবাহ ধসে সাতজন নিহত
প্রকাশিত: ৪ জুলাই ২০২২, ০৭:২২ পিএম
ছবিঃ সংগৃহীত
ইতালির উত্তরাঞ্চলীয় আল্পস পর্বতমালায় হিমবাহের ধসের ফলে সৃষ্ট তুষারধসে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।
জরুরী কর্মকর্তারা জানিয়েছেন, ধসে পড়ে আরও আটজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন।
হেলিকপ্টার এবং ড্রোন সহ উদ্ধারকারী দলগুলো খারাপ আবহাওয়ার কারণে আপাতত নিখোঁজ ১৪ জনের সন্ধান বন্ধ করে দিয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি বলেছেন যে এই ঘটনাটি জলবায়ু পরিবর্তনের সাথে জড়িত।
নিহত সাতজনের মধ্যে চারজনকে উদ্ধারকারীরা শনাক্ত করেছে। যাদের মধ্যে তিনজন ইতালীয়, দুইজন পর্বত গাইড।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, এলাকার সর্বোচ্চ পর্বত মারমোলাদা-এর ঢালে বরফের ভর ধসে পড়ছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর আহত দুই ব্যক্তি সহ আহতদের এলাকার আশেপাশের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সেরাক নামক হিমবাহের অংশটি কী কারণে ভেঙে পড়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।