খাগড়াছড়িতে শিশুদের করোনা টিকার ক্যাম্পেইন

মিলন ত্রিপুরা, খাগড়াছড়ি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১১:৩৮ পিএম


খাগড়াছড়িতে শিশুদের করোনা টিকার ক্যাম্পেইন

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশের ন্যায় আজ থেকে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ এর ফাইজার বায়োএনটেক টিকার ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ (১১ই অক্টোবর) সকালে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এ সময় খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো: ছাবের ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন। 

খাগড়াছড়ির ৯ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে ৯৫ হাজার ৯ শত ৬৩ জন শিশুকে ক্যাম্পেইন কার্যক্রমে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ কোভিড-১৯ এর ফাইজার বায়োএনটেক টিকার ক্যাম্পেইন জেলার প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে শতভাগ শিশুরা যেন টিকা গ্রহণ করতে পারে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে।   

Link copied