আবারো পিছিয়ে গেল স্বাধীনতা
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১০:৫২ এএম
ছবিঃ সংগৃহীত
বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১২ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফুটবলে নবাগত স্বাধীনতাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।
ঢাকা আবাহনীর পক্ষে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েল্টন গোমেস ২৪ ও ৫৭ মিনিটে দুই গোল করেন, কোস্টারিকান খেলোয়াড় ড্যানিয়েল কলিন্দ্রেস ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্টো ২০ ও ৭৭ মিনিটে একটি করে গোল করেন।
প্রথমার্ধের অতিরিক্ত টাইমে (৪৭তম মিনিটে) জাপানি অ্যাটাকিং মিডফিল্ডার ইউটা সুজুকি স্বাধীনতার পক্ষে একটি গোল করেন।
দিনের নিশ্চিত জয় সত্ত্বেও, ঢাকা আবাহনী ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট অর্জন করে লিগ লিডার বসুন্ধরা কিংস থেকে সাত পয়েন্ট পিছিয়ে আছে।
কিংস ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট সংগ্রহ করেছে এবং টানা তৃতীয়বারের মতো শিরোপা জিততে তাদের ১৮ই জুলাই সাইফ এসসি, ২৪ই জুলাই ঢাকা আবাহনী এবং ৩০ শে জুলাই শেখ জামালের বিপক্ষে তাদের বাকি তিনটি ম্যাচে মাত্র একটি জয় দরকার।
২৯ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে স্বাধীনতা।