আমাদের বঙ্গমাতা গানটি প্রকাশিত হচ্ছে আজ
প্রকাশিত: ৮ অগাস্ট ২০২২, ০৫:৫২ পিএম
ছবি: একাত্তর পোস্ট
'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তুমি/কারাগারের রোজনামচায় তুমি/তুমি আমাদের বঙ্গমাতা,বঙ্গবন্ধুর রেণু'-এমন কথায় গানটির শিরোনাম 'আমাদের বঙ্গমাতা'।
আজ ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মদিন। এ উপলক্ষে এই নতুন গানটির গীতিকার নেত্রকোনার দুর্গাপুর বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক কবি সুজন হাজং,সুমন কল্যানের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন শিষ্ কন্যা অবন্তী সিঁথি।
গানটির গীতিকার কবি সুজন হাজংয়ের সাথে কথা বলে জানা যায়,তার লেখা 'মুক্তির সংগ্রাম' শিরোনামের আরেকটি গানে অবন্তী সিঁথি কন্ঠ দিয়ে ব্যাপক প্রশংসিত হন।তাই এবারও ৫ আগস্ট মগবাজারের ডি স্টেশন নামক স্টুডিওতে এই শিল্পীর কন্ঠেই নতুন গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন,বাঙ্গালীর মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেপথ্যের শক্তি ছিলেন বঙ্গমাতা।তাই বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে এ গানটি লিখেছি।আশা করি অবন্তী সিঁথির কন্ঠে গাওয়া গানটি শ্রোতাদের মন জয় করতে সক্ষম হবে।
'আমাদের বঙ্গমাতা'গানটি আজ সোমবার ৮ আগস্ট ২০২২ গীতিকার সুজন হাজংয়ের ব্যাক্তিগত ইউটিউব 'সুজন হাজং অফিসিয়াল' চ্যানেলে প্রকাশিত হবে।