প্রকাশিত হলো নাদিয়া ডোরার নতুন গান
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১২:০০ পিএম
ছবিঃ সংগৃহীত
উদীয়মান গায়িকা নাদিয়া ডোরা ইউটিউবে পিরিটার কারবার শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন।
গানটি লিখেছেন ও সুর করেছেন এবং এর সংগীত আয়োজন করেছেন তাপস। এটি ১৪ই জুলাই টিএম রেকর্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল।
ভিডিওটি বৃহস্পতিবার পর্যন্ত ১.২ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফারজানা মুন্নি এবং পরিচালনা করেছেন বলিউড পরিচালক আদিল শেখ। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা।
নাদিয়া ডোরা বলেন, ‘গানটি ব্যাপক সাড়া পাওয়ায় আমি সত্যিই খুশি। এটা আমার প্রথম মৌলিক গান। শেফালি জারিওয়ালা অসাধারণ অভিনয় করেছেন। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’