নতুন সিলেবাসের সুবিধা দেখতে সময় লাগতে পারে ১০ বছর
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ০৭:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমের প্রকৃত সুফল দেখতে দশ বছর সময় লাগতে পারে।
তিনি বলেন, "আমরা যদি নতুন পাঠ্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আগামী পাঁচ বছরে সামান্য পরিবর্তন দেখতে শুরু করব। দশ বছর পর আমরা বড় পরিবর্তন দেখতে পাবো।
কন্যা শিশু দিবস উপলক্ষে ব্র্যাক আয়োজিত 'বাংলাদেশে যুব জনসংখ্যার মধ্যে জেন্ডার নর্মস এর প্রতি জেন্ডার নর্মস অন্বেষণ' শীর্ষক এক গবেষণায় ঢাকায় এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, "আগামী বছর থেকে শিক্ষার্থীরা নতুন পাঠ্যক্রম পাবে। এর মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আশা করতে পারি।"
এছাড়া মেয়ে শিশুদের অধিকারের বিষয়ে দীপু মনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।