সিরাজগঞ্জে ডাকাত দলের সর্দার আটক

মাসুদ রানা, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০৯:৩৪ পিএম


সিরাজগঞ্জে ডাকাত দলের সর্দার আটক

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে ডাকাতি ও হত্যার পরিকল্পনায় ৩ জন ডাকাত আটক। তাদের কাছ থেকে ১ টি সচল ৭.৬৫ বিদেশী (আগ্নেয়াস্ত্র) পিস্তল, ১ টি ম্যাগাজিন,২ রাউন্ড পিস্তলের গুলি, ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে  সিরাজগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

গত মঙ্গলবার (১৭ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সামিউল আলম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম সিরাজগঞ্জ সদর ও বেলকুচি থানা এলাকায় মাদক বিরোধি ও চোরাচালানে বিশেষ অভিযান পরিচালনা করা কালে বিকেল পৌঁনে ২ টার সময় চর সমেশপুর এলাকায় ই-ফুড রিভারের সামনে থেকে ৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতেরা হলেন, ডাকাত দলের সর্দার মো. মুন্তাজ আলী(২৮) জিধুরী উওরপাড়া গ্রামের মৃত সোবহানের ছেলে। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি ও ৩টি ছিনতাই মামলা রয়েছে।

ডাকাত সদস্য মো. আলী হাসান (২৭) মাইঝাইল রান্ধুনিবাড়ি গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ৩ টি চুরির মামলা রয়েছে।

ডাকাত সদস্য মো. লিখন(২২) চর নবিপুর কান্দাপাড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

তারা সবাই বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

সিরাজগঞ্জ পুলিশ সুপার বিপিএম (বার) পিপিএম (বার) মো. আরিফুর রহমান মন্ডল জানান , তারা আগ্নেয়াস্ত্র দিয়ে ৩ লক্ষ টাকার বিনিময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক জনকে হত্যা এবং একটি বিকাশের দোকানে ডাকাতি করার জন্য একত্রিত হয়েছিল।

এছাড়াও জানা যায়, তারা এসব আগ্নেয়াস্ত্র দিয়ে নিয়মিত মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রম চালায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে জমা দেয়ার কার্যক্রম চলছে বলেও, তিনি জানান।

Link copied