ইলিশ শিকারের অপরাধে একাধিক আটক

মোঃ ফোরকান, বাউফল

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ১০:০৮ পিএম


ইলিশ শিকারের অপরাধে একাধিক আটক

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২০ জেলেকে আটক করেছে কালাইয়া নৌ ফাঁড়ির পুলিশ।

এদের মধ্যে ১০ জেলে অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১০ জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

শনিবার (১৫ই অক্টোবর) সকালে তাদেরকে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃত জেলেরা হলেন, ভোলা জলোর বোরহান উদ্দিনের জয়া গ্রামের মোঃ আকবর (২৫), মোঃ মোশারফ হোসেন (২২), মোঃ রাকিব মাতুবর (২৪), মোঃ মিরাজ (২৩্‌ মোঃ সুমন বেপারী (২২), বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা মোঃ জুয়েল গাজী (২২), মোঃ রিয়াজ বেপারী (২৮), মোঃ এনায়েত গাজী (২৬), মোঃ রুবেল সরদার (২২), মোঃ হিরন গাজী (২২)।

Link copied