ছাগল চুরির অভিযোগে আটক ৩
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২, ০৬:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত
শেরপুরের নকলায় ছাগল চুরির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
৭ অক্টোবর শুক্রবার বিকেলে পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীরারপাড় গ্রামের আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ১টি ছাগলসহ চোরদের ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করে পুলিশ।
আটককৃতরা হল উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের ইউনুছ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৪০), চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের মাজহারুল মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩৫) এবং শেরপুর সদর উপজেলার রৌহা গ্রামের সোবাহান মিয়ার ছেলে অটোরিকশা চালক সোহেল মিয়া (৪০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাঙ্গীরারপাড় গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আনোয়ার হোসেনের ১টি ছাগল সড়কের পাশে ঘাস খাচ্ছিল।
এ সময় আঙ্গুর, সোহাগ ও সোহেল মিলে ছাগলটিকে অটোরিকশায় তুলে ফেলে। পরে এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে তাদেরকে ছাগল ও অটোরিকশাসহ আটক করে পুলিশে খবর দেয়।
ছাগলের মালিক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ মামলা করতে বললেও হয়রানির ভয়ে মামলা করিনি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ছাগলের মালিক চোরদের সাথে সমঝোতা করেছে শুনেছি। তাই ছাগলটি মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।