শাজাহানপুরে অভিনব কায়দায় গরু চুরি!
প্রকাশিত: ১১ অগাস্ট ২০২২, ০২:০৩ পিএম
ছবি: একাত্তর পোস্ট
বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়নের নারচী গ্রামে এক কৃষকের ৩ টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ ডিসেম্বর) উপজেলার নারচী গ্রামের কৃষক আমিনুল ইসলাম ওরফে লিপুলের এসব গরু চুরি হয়েছে।
আমিনুল ইসলাম জানান,বুধবার দিবাগত রাত আনুমানিক ১১.৩০ -১২.৩০ টার মধ্যে কোনো এক সময় গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরুগুলো নিয়ে গেছে চোরেরা। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।
আমিনুল জানায়,প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে রাত ১০ টার সময় ঘুমিয়ে পরি।রাত ১ টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতে গিয়ে, বাহির থেকে ঘরের দরজা বন্ধ পাই এবং বাড়ির প্রত্যেকটি ঘরের দরজা বাহির থেকে বন্ধ পাওয়া যায়,পরে আমাদের চিৎকারে প্রতিবেশিরা এসে ঘরের দরজা খুলে দেয়।
পরে গোয়াল ঘরে গিয়ে দেখি তালা ভেঙ্গে গরুগুলো নিয়ে গেছে চোরেরা। এ ব্যাপারে শাজাহানপুর থানার তদন্ত ইন্সপেকটর আব্দুর রউফ মুঠো ফোনে বলেন,পুলিশ পাঠানো হয়েছে,অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য গত সপ্তাহে আমরুল পাড়ার আলহাজ্ব আব্দুল করিম মৃধার এক লক্ষ টাকা মূল্যমানের, এবং বড়নগর এলাকার এক ব্যক্তির ২ টি দুই লক্ষ টাকা মূল্যমানের গরু চুরির খবর পাওয়া গেছে।