বাল্যবিয়ের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ অগাস্ট ২০২২, ১১:২৬ পিএম


বাল্যবিয়ের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার বোরহানউদ্দিনে পৃথক পৃথক অভিযানে বাল্যবিয়ের অপরাধের কনের পিতা মো.
মিরাজ (৫০)কে ২০ হাজার টাকা ও কনের নানা মো. ইউসুফ (৬০) কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  বুধবার (১০আগস্ট) দুপুর আড়াইটা ও বিকাল ৩ টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও  ছোট মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান এ জরিমানা করেন। 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বুধবার দুপুর ও বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টবগী ও ছোট মানিকা ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে আমরা তাদেরকে জরিমানা করেছি।

Link copied