ভাঙ্গুড়ায় রাতের আঁধারে ১৮টি গাছ কাটল দুর্বৃত্তরা

শেখ সাখাওয়াত হোসেন, পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ৮ অগাস্ট ২০২২, ০৯:১৯ পিএম


ভাঙ্গুড়ায় রাতের আঁধারে ১৮টি গাছ কাটল দুর্বৃত্তরা

ছবি: একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়ায় রাতের আঁধারে জাহিদ হাসান নামে এক কৃষকের বাড়ির অঙ্গিনার বিভিন্ন প্রজাতির ১৮টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

রোববার (৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ০১নং ভাঙ্গুড়া ইউনিয়নের ঝি-কলকতি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদ হাসান বলেন, বাড়ির আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফুল ও ফলদ গাছ লাগিয়েছিলাম। গতকাল গভীর রাতে বাড়ির প্রধান গেটে শব্দ হলে বের হয়ে দেখি ৫টি আম, ২টি আমড়া, ৫টি কলা, ১টি কৃষ্ণচূড়া, ২টি কদম ও ৩টি ফুলের গাছ কেটে ফেলা হয়েছে।

কৃষক জাহিদ হাসান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এক প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করছেন। তবে তিনি নিশ্চিত নয় তারাই ঘটনাটি ঘটিয়েছে। অন্য কেউও গাছগুলো কেটে ফেলতে পারেন। গাছ কেটে ফেলার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান একাত্তর পোস্ট কে বলেন, থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied