বাবার বাড়ি যেতে না পেয়ে আত্নহত‌্যা

লালমনিরহাট প্রতিনিধি ঃ

প্রকাশিত: ৬ অগাস্ট ২০২২, ০৭:৫৬ পিএম


বাবার বাড়ি যেতে না পেয়ে আত্নহত‌্যা

ছবি: একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জিবিকা রানী (২৩) নামে এক নববধূ আত্নহত্যা করেছেন । বাবার বাড়ি যেতে না পেয়ে স্বামীর সাথে অভিমান করে তিনি আত্নহত‌্যা করেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে। 

শুক্রবার বিকেলে ওই উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট বামনের বাসা এলাকায় নিজ বাড়ি থেকে ওই নববধুর মরদেহ উদ্ধার করেন আদিতমারী থানা পুলিশ।

মৃত নববধূ পাশ্ববর্তি কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামের শুকারু চন্দ্রের মেয়ে ও ওই এলাকার শুধির চন্দ্রের ছেলে দিপু রায়ের স্ত্রী এবং

স্থানীয়রা জানান, পুর্ব পরিচয় থেকে জাবিকা রানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে দিপু রায়ের। এক পর্যয়ে তারা গত ৬ মাস আগে বিয়েও করেন। পরবর্তিতে উভয় পক্ষের পরিবার তাদের সম্পর্ককে মেনে নেয়। শুক্রবার সকালে বাবার বাড়ি বেড়াতে যেতে বায়না ধরে জিবিকা রানী। এতে আপত্তি জানায় স্বামী দিপু রায়। এ নিয়ে তাদের মাঝে বিতর্ক হয়। এতে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন জিবিকা রানী।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Link copied