ইউপি সদস্যকে মারধর ও ছিনতাই'র অভিযোগ

মাসুদ রানা, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৫:০৯ পিএম


ইউপি সদস্যকে মারধর ও ছিনতাই'র অভিযোগ

প্রতীকী ছবি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মহর আলীকে মারপিট ও লক্ষাধিক টাকা ছিনতাই করে নেবার অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে ইউপি সদস্য মো.মহর আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি  মামলা দায়ের করেছেন। মামলা নং ৫৩/২২।

মামলার এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ৭জুলাই ২০২২ইং তারিখে  ইউপি সদস্য মহর আলীর মেয়ের বিয়ের জন্য বিকেলে সিরাজগঞ্জ শহরে যাবার পথে ছোনগাছা ইউনিয়নের পুর্ব গুপিরপাড়া হাফিজিয়া কওমী মাদ্রাসার দক্ষিণপার্শ্বে আবাদী ফাকা জমিতে এলাকার ছেলেরা ফুটবল খেলিতেছিল। ফুটবল খেলার কমিটির কর্তৃপক্ষ ইউপি সদস্য হিসেবে খেলার মাঠে নিয়ে যায়। খেলার মাঠে পৌছে কমিটির সদস্যদের সহিত কথাবার্তা বলার এক পর্যায়ে পুর্ব সুত্র তার জেরে,  পূর্ব গুপিরপাড়া গ্রামের মৃত নেপুর মন্ডলের ছেলে রফিকুল ইসলাম দিলদার, রহমতুল্লাহর ছেলে শাহাদাত হোসেন, সুরুতজামানের ছেলে ফিরোজ, আবু বক্কার পাঠানের ছেলে ইয়াকুব আলী পাঠান, মৃত ফজর আলীর ছেলে হেলাল উদ্দিন, রহমাতুল্লাহর ছেলে সাইদুল ওরফে কালোগাজীসহ ২০/২৫জন উশৃংখলতা শুরু করে।

স্থানীয় ইউপি সদস্য হিসেবে মহর আলী সকলকে শান্ত থাকার অনুরোধ করলে তাকে বেধড়ক মারপিট করে ও তার কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়।বিষয়টি নিয়ে স্হানীয় মুরুব্বিগণ সমাধানের কথা বললেও সমাধান না হওয়ায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে  ইউপি সদস্য মহর আলী।

এ ব্যাপারে ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনাটি আমি শুনেছি এবং মীমাংসার জন্য চেষ্টা করছি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা  সিরাজগঞ্জ সদর থানার এস আই মিজানুর রহমান জানান, ছোনগাছা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মহুর আলীকে মারপিট ও ছিনতাই এর ঘটনায় মামলা দায়ের করেছেন মামলার তদন্ত চলছে তদন্ত পূর্বক ব্যবস্হা গ্রহন করা হবে।

Link copied