অল্প রান তবুও ঘাম ছুটা জয় ডাচদের

ক্রীড়া ডেস্ক, একাত্তর পোস্ট

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ১১:২৬ পিএম


অল্প রান তবুও ঘাম ছুটা জয় ডাচদের

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-২০ বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া এখনও সেভাবে সাজেনি। বাজেনি বিশ্বকাপের ঢাক-ঢোল। খানিকটা চোখের আড়ালে বাছাইপর্ব দিয়ে রোববার শুরু হয়েছে বিশ্বকাপ।

শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়া পূর্ণ মনোযোগ কেড়ে জানিয়ে দিয়েছে বিশ্বকাপ এসে গেছে। দিনের অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ১১২ রান তাড়া করে এক বল থাকতে ৩ উইকেটে জিতেছে নেদারল্যান্ডস।

রবিবার (১৬ অক্টোবর) জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নামে আরব আমিরাত। ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনে খেলতে থাকে দুই উদ্বোধনী ব্যাটার চিরাগ সুরি ও মোহাম্মদ ওয়াসিম। দলীয় ৩৩ রানে ২০ বলে ১৩ রান করে আউট হন চিরাগ সুরি।

এরপর ক্রিজে আসেন কাশফি দাউদ। দলীয় ৫৯ রানে ১৪ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান কাশফি। এরপর অরভিন্ডকে নিয়ে রান কিছুটা এগিয়ে নেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ ওয়াসিম।

দলীয় ৯১ রানে ৪৭ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৯৯ রানে থেকে ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তোলে আরব আমিরাত। নেদারল্যান্ডের পক্ষে বাস ডি লিডই ৩ ওভারে ১৯ রান খরচায় নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া ফ্রেড ক্লাসেন দুই উইকেট দখল করেন।

জবাব দিতে নেমে দুর্দান্ত বোলিং করেন জুনাইদ খান। কিন্তু ডাচদের ছয় ব্যাটার ছোট ছোট সংগ্রহ দিয়ে জয় তুলে নেন। ওপেনার বিক্রম জিৎ ১০, ম্যাক্স ওডড ২৩, তিনে নামা ডি লিডে ১৪, চারে নামা একিম্যান যোগ করেন ১৭ রান। পরে উইকেটরক্ষক স্কয়ার্ট এডওয়ার্ড ১৬ ও বোলার টিম পিঙ্গেল ১৫ রান করে দলকে জয় এনে দেন।

আরব আমিরাতের পেসার জুনাইদ ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

আরও পড়ুন

Link copied