উইন্ডিজ শিবিরে ব্যাটিং বিপর্যয়
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ১০:৪৪ পিএম
ছবিঃ সংগৃহীত
টেস্ট এবং টি-২০ তে ধবল ধুলাই খেয়ে ফেভারিট ওয়ানডেতে উইন্ডিজকে চেপে ধরেছে নবীন-প্রবীণদের সমন্বয়ে গঠিত টিম বাংলাদেশ।
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও নিয়ন্ত্রিত বোলিংয়ে উইন্ডিজ ব্যাটারদের চাপে রেখেছেন বাংলাদেশের বোলাররা। নির্দিষ্ট করে বললে নাসুম আহমেদের বোলিং তোপে ইতিমধ্যে সাত উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা।
অভিষেক ম্যাচে দারুণ বোলিং করেও উইকেট পাননি স্পিনার নাসুম আহমেদ। আজকের ম্যাচে তিনি একাই চেপে ধরেছেন উইন্ডিজ ব্যাটারদের।
ইতিমধ্যে স্বাগতিকদের তিন উইকেট তুলে ধ্বস নামিয়েছেন উইন্ডিজের ব্যাটিং অর্ডারে। এই ম্যাচেই একাদশে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের শিকার বাকি এক উইকেট।
গায়ানার স্পিনিং উইকেট বিবেচনায় এই ম্যাচে পেসার তাসকিনের জায়গায় স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ফিরিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। টাইগারদের প্রথম ব্রেকথ্রু এনে দিলেন তিনিই। তার দারুণ এক ডেলিভারিতে দলীয় ২৭ রানে ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান কায়াল মায়ার্স।
অভিষেক ম্যাচের মতো আজকেও নাসুম প্রথমদিকে ভাগ্যকে পাশে পাননি। তার ওভারে শায় হোপকে আম্পায়ার কট বিহানিডের আউট দিলেও রিভিউ নিয়ে বেচে যান তিনি।
তবে এরপরই ভয়ংকর হয়ে ওঠেন নাসুম। ১৮ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে ব্যাটিং বিপর্যয়ে ফেলে দেন স্বগাতিকদের।
দলীয় ৩৯ রানে সামারা ব্রুকসকে বোল্ড করে ম্যাচের প্রথম শিকার করেন তিনি। নাসুমের দারুণ এক ডেলিভারিতে কিছু বুঝতে না পেরে বোল্ড হয়ে ব্যক্তিগত মাত্র পাঁচ রানেই ফেরেন তিনি।
এর আগে মিরাজের দারুণ এক ডেলিভারিতে সুযোগ পেয়েও শাই হোপকে আউট করতে ব্যর্থ হন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তবে সোহানের শিশুসুলভ ভুলে একবার বেচে গেলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। নাসুম আহমেদের বলকে উড়িয়ে মারতে গিয়ে মোসাদ্দেকের হাতে বন্দি হয়ে দলীয় ৪৪ ও ব্যক্তিগত ২৭ রানে বিদায় নেন তিনি।
তবে কম যাননি মিরাজও। প্রথম ম্যাচের মতো দারুণ বল করে ৬ ওভারে ১ মেইডেন দিয়ে ১৯ রানে ৩ উইকেট তুলে নেন তিনি।
দ্রুত উইকেট হারিয়ে দল যখন চাপে তখন ব্যাটিংয়ে এসেই নাসুমের তোপের সামনে পড়েন স্বাগতিকদের অধিনায়ক নিকোলাস পুরান। প্রথম বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে ম্যাচে নাসুমের তৃতীয় শিকার হয়ে ফেরেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৩৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান। বাংলাদেশ কি পারবে উইন্ডিজকে একশত এর নিচে বেঁধে রাখতে?
আজকের ম্যাচ জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।