নিষিদ্ধ কারেন্ট জাল সহ ১৮ জেলে আটক

মোঃ সবুজ, ভোলা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ১২:৪৪ এএম


নিষিদ্ধ কারেন্ট জাল সহ ১৮ জেলে আটক

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইলিশ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার দায়ে ১৮ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের একটি টিম।

এ সময় তাদের কাছ থেকে মা ইলিশ ও বিপুল পরিমাণ কারেন্ট জাল সহ ৫টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল বলেন, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশন উপজেলার জাহানপুর, আসলামপুর ও নীলকমল ইউনিয়নের মেঘনা ও তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জন জেলেকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে  ১০০ কেজি মা ইলিশ, ১২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা বিতরণ করা হয়। এবং নিষিদ্ধ কারেন্ট জাল সবার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এছাড়াও আটক জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।  

চরফ্যাশন উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, নিষেধাজ্ঞার এই সময়ে প্রতিদিনই নদীতে অভিযান চলছে। প্রশাসন ও মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গেলে আটক করা হচ্ছে।

Link copied