স্বেচ্ছাসেবক দলের নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ১১:৪০ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা সেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী উদ্যোগে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির রুবেলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন মনির, মীর মোস্তাফিজুর রহমান রনিসহ সেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার আলামিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
পরে প্রতিবাদ সভা শেষে দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি শহরের সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
উল্লেখ্য যে, গত ৩১ শে জুলাই বিদ্যুৎতের লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করেন ভোলা জেলা বিএনপি।
প্রতিবাদ সভায় পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ান।
এই ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পুলিশ বাদি হয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনসহ বিএনপির ৪'শ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।
পরে ওই মামলায় রোববার (১৬ অক্টোবর) সকালে ভোলা অতিরিক্ত জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক তারিক হোসেন আসামি খন্দকার আল-আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।