শ্রীবরদীতে শেখ রাসেল দিবস পালিত

মোঃ শামছুল হক, শ্রীবরদী

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ১১:২৬ পিএম


শ্রীবরদীতে শেখ রাসেল দিবস পালিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

(১৮ অক্টোবর) মঙ্গলবার সকালের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে শেখ রাসেল দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শ্রীবরদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ.পি.পি.আই হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলার বর্তমান চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এ সময় শ্রীবরদী উপজেলার একাডেমিক সুপারভাইজার মো. মোশাররফ করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ, বীরমুক্তিযোদ্বা আব্দুল্লাহ সালেহ, উপজেলা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার আশরাফ ইসলাম।

পরে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভার মধ্যে দিয়ে বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত শেখ রাসেল পদক প্রদান সরাসরি সম্প্রচার করা হয়েছে। 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied