পঞ্চগড়ে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন পালিত
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০৭:১০ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে র্যালিটি শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকান্ড থেকে সেদিনের নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পায়নি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে মোনাজাত করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম,পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদল হক, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।