পাবনায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

শেখ সাখাওয়াত হোসেন, পাবনা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০৪:২০ পিএম


পাবনায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার আটঘরিয়ায় শামীম হোসেন (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। শামীম আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের শাহীন হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শামীম বিকেলে মাঠে ঘাস কাঁটতে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসলে খোঁজাখুঁজির একপর্যায়ে মাঠের মধ্যে একটি আম গাছে তাকে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন একাত্তর পোস্ট কে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

Link copied