গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০৯:৩১ পিএম

প্রতীকী ছবি
পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস লাগিয়ে আলামিন হোসেন (৩৬) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে ভাঙ্গুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের এস.আর পাড়ার আব্বাস আলীর ছেলে।
হতদরিদ্র আলামিন পেশায় একজন দিনমজুর। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকালে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে গতকাল রোববার রাতের কোন এক সময় তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আলামিন আত্মহত্যা করে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভাব-অনটনের সংসারে আলামিন ও স্ত্রী কাজলীর মধ্যে মনমালিন্য চলছিল। ঘটনার দিন রোববার রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে যায়। কাজলী তার মেয়েদের নিয়ে এক ঘরে আর পাশের ঘরে আলামিন একা ঘুমাতে যান। রাত আনুমানিক পৌঁনে তিনটার দিকে আলামিনের ঘরে শব্দ শুনতে পেয়ে স্ত্রী কাজলী ও মেয়েরা ছুটে যান সেখানে।
এ সময় তারা ঘরের ভেতর ফাঁস লাগানো অবস্থায় আলামিনকে ঝুলতে দেখতে পায়। তখন তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তার ঝুলন্ত মরদেহ নিচে নামান।
সোমবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম একাত্তর পোস্ট-কে বলেন, পারিবারিক কলহের কারণে আত্মহত্যার এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।