অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ১০:৫৬ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
নোয়াখালীর হাতিয়া উপজেলার চৌমুহনী বাজারে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানস্থাপনা উচ্ছেদ করায় স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।
উপজেলার নলচিরা- জাহাজমারা প্রধান সড়কের মাঝে অবস্থিত চৌমুহনী বাজারের সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফেরী দোকান এবং মূল দোকানের সাথে যুক্ত অবশিষ্টাংশ সহ ঝোপঝাড় অপসারণের বার্তা দেন ওসি মোঃ আমির হোসেন।
রাস্তার জায়গা দখল করে অবৈধ দোকানপাট গড়ে তোলার কারনে যানবাহন সহ পথচারীদের নানান অসুবিধা সৃষ্টি হওয়ায় পুলিশ প্রশাসন থেকে সড়ক পথের সকল প্রকার অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশনা দেয়া হয়।
যার প্রেক্ষিতে ফুটপাতের প্রত্যেক দোকানী ও মালীক পক্ষ স্ব স্ব গতিতে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করে ফেলে।
গত বৃহস্পতিবার থেকে এ অপসারণ কার্য শুরু হয়। পথচারী এবং স্থানীয়রা পুলিশ প্রশাসনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সম্পর্কে চৌমুহনী বাজারের যুগ্ম আহ্বায়ক নবীর উদ্দিন বলেন, এ উচ্ছেদ কার্যক্রম খুব প্রশংসনীয়। আমরা এ কার্যক্রমকে স্বাগতম জানাই।
অবৈধ দোকানপাট ও ঝোপঝাড় অপসারণের ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমির হোসেন বলেন, সড়ক ও বাজারের শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষ সহ সবাই সচেতন হওয়া দরকার। রাস্তার জায়গা উম্মুক্ত রেখে জনজীবনের স্বস্তি রক্ষায় বাজার কমিটিকে দায়িত্বশীল হওয়ার পরামর্শও দেন ওসি মোঃ আমির হোসেন।