জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ০৬:৫০ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
শেরপুর জেলা পরিষদ নির্বাচন- ২০২২ উপলক্ষ্যে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর সকাল ১১ ঘটিকায় শেরপুর পুলিশ লাইন্স মাঠে শেরপুর জেলা সুপার মোঃ কামরুজ্জামান (বিপিএম) এর সভাপতিত্বে উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ডিউটিতে মোতায়েন করা পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সোহেল মাহমুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সাকের্ল) আফরোজা নাজনীনসহ জেলার সকল ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।