খানসামায় বিশ্ব খাদ্য দিবস পালিত

মো. আজিজার রহমান, খানসামা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ০৬:১৪ পিএম


খানসামায় বিশ্ব খাদ্য দিবস পালিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

"কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন।" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২২ পালিত হয়েছে।

রবিবার (১৬ই অক্টোবর) সকালে খানসামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্ত্বরে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজা পারভিন, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, কৃষি বিভাগের কর্মকর্তাগণ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

Link copied