খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মিলন ত্রিপুরা, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ০১:০৯ এএম


খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়িতে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে "দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি" প্রতিপাদ্যে জেলার অসহায় প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা সভা সাদাছড়ি বিতরণ করা হয়েছে।

আজ (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে কালেক্টর প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

ডা. সৈয়দা লুলু মারজান, কনসালটেন্ট (ফিজিওথেরাপি) সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

বর্তমান সরকারের কার্যক্রমে প্রতিবন্ধীদের জন্য বিশেষ বরাদ্দ রাখার জন্য তিনি ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রতিবন্ধীরা এখন সমাজের জন্য বোঝা নয়। সরকার বর্তমানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তথা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন।প্রধান অতিথি বক্তব্যের কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, এই পৃথিবীতে আমরা সকলেই মানুষ। তাই ধনী গরীব বিভেদ না করে সকলে এক সাথে কাজ করে সামনে চলতে হবে।

যারা প্রতিবন্ধী আছে তাদের তালিকা করে কর্মসংস্থান তৈরি করে দিতে হবে। প্রতিবন্ধী ছাড়াও সুবিধা বঞ্চিত নিয়ে কাজ করার কথা জানান তিনি।

পরে জেলার বিশেষ ১০ জন প্রতিবন্ধীকে সাদাছড়ি বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এছাড়াও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা সহকারী পরিচালক রোকেয়া বেগম, জেল সুপার মো: জাবেদ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুদর্শন দত্ত, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম চৌধুরী, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃণা চাকমাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Link copied