পাবনায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ১২:২১ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামে সাধুর মোড় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে শুরু হওয়া লাঠিখেলা রাত সাড়ে আটটার দিকে শেষ হয়। বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা।
খেলোয়াড়রা একে অপরের সঙ্গে লাঠি যুদ্ধে লিপ্ত হয়। লাঠি দিয়ে অন্য সঙ্গীর আক্রমণ ঠেকাতে থাকেন। লাঠি খেলার মূল আর্কষন ছিল ক্ষুদে লাঠিয়ালরা। হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা যায় তাদের।
জহুরুল সাধু এই খেলার আয়োজন করেছে বলে জানা গেছে। খেলা উপলক্ষে রঙিন কাগজ দিয়ে চারদিক সাজানো হয়। করা হয় আলোকসজ্জা।
রাতে গ্রামবাসীসহ বিভিন্ন স্থান থেকে আসা মানুষদের নিয়ে চলে খিঁচুরী ভোজ। প্রচুর নারী-পুরুষ নানা বয়সী মানুষ লাঠিখেলা উপভোগ করেন।
জহুরুল সাধু জানান, ব্যক্তি উদ্যোগে গ্রামবাসীদের সহযোগীতায় আয়োজন করা হয়। ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন করা হয়েছে। এ গ্রামে এখনো লাঠিখেলার দল রয়েছে। তারা অংশগ্রহণ করে।
লাঠিয়াল ওসমান গনি একাত্তর পোস্ট কে বলেন, বিভিন্ন অনুষ্ঠানে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও বিনোদন জোগাতে আমরা লাঠি খেলা দেখাই। তাদের আনন্দে আমরাও আনন্দিত হই।
এ খেলা আমাদের পূর্ব-পুরুষের। আমাদের সন্তানদের এ খেলা শিখিয়েছি। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐহিত্যবাহী এ খেলাটি টিকে থাকবে।
দর্শনার্থীদের একজন জানান, প্রতি বছর এই সময়ে আমরা লাঠি খেলা দেখতে আসি। তবে খেলার সুষ্ঠ পরিবেশ ও ভিডিও গেমসের কারণে আমাদের শিশুরা ঘরমুখি হয়ে পড়েছে। গ্রাম বাংলার এই লাঠি খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।