টাঙ্গাইল-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৯:৪৮ পিএম


টাঙ্গাইল-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতাদের অভিযোগ, ময়মনসিংহে বিএনপির সমাবেশে টাঙ্গাইল থেকে যাতে বিএনপির নেতাকর্মীরা যোগদান করতে না পারে এজন্য প্রশাসনের নির্দেশে বাস চলছে না। 

সকালে টাঙ্গাইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ময়মনসিংহ অভিমুখী কোনো বাস চলছে না। 

মালিক ও শ্রমিকরা জানান, মালিক সমিতির নির্দেশে চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক সমিতির নেতারা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি। 

তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মালিক নেতা জানান, "ওপরের নির্দেশে ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।"

টাঙ্গাইল জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন জানান, ময়মনসিংহের সমাবেশে টাঙ্গাইল শহর থেকে যোগদানের কোনো পরিকল্পনা ছিল না। তবে মধুপুর থেকে নেতাকার্মীদের যোগদানের কথা ছিল। বাস বন্ধ থাকলেও বিকল্প পথে সেখানকার নেতাকর্মীরা ময়মনসিংহে গেছে।

এ বিষয়ে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, ময়মনসিংহ অঞ্চলের বাস মালিক ও শ্রমিকরা এক দিনের ধর্মঘট ডাকছে। কেন তারা ধর্মঘট করছে তা বলতে পারব না।

তবে ময়মনসিংহ অঞ্চলের বাস মালিক সমিতির মহাসচিব মাহবুব হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, বাস বন্ধের বিষয়টি আমি জানি না।

Link copied