ঈশ্বরদীতে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

শেখ সাখাওয়াত হোসেন, পাবনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৯:১৭ পিএম


ঈশ্বরদীতে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী উপজেলায় দুটি মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরেক মোটরসাইকেল আরোহী আহত গুরুতর হয়েছেন বলে জানা গেছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া-রুপপুর মহাসড়কের কদিমপাড়া দরগার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন-  আওতাপাড়ার গড়গড়ী গ্রামের মোটরসাইকেল ব্যবসায়ী রবি মোল্লার ছেলে রাফিক (১৫)। আহত হলেন-দিয়ার সাহাপুর গ্রামের বাদশা ফকিরের ছেলে রুবেল ফকির (৩২)।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার একাত্তর পোস্ট কে বলেন, রফিক মোটরসাইকেল যোগে ঈশ্বরদীর রূপপুরের দিকে যাচ্ছিল, অপরদিকে রূপপুরে দিক থেকে একটি মোটরসাইকেল ও অটোরিকশা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে রাফিক ঘটনাস্থলেই মারা যান আর গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান ওসি অরবিন্দ সরকার।

Link copied