বাল্যবিবাহ ও আত্মহত্যাকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০১:১৫ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও আত্মহত্যাকে লাল কার্ড দেখিয়েছে।
এ সময় শিশুস্বর্গ ও নগদের সহায়তায় স্যানেটারী ও ন্যাপকিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) দুপুরে উপজেলার কাজি শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও নগদের উদ্যোগে বাল্য বিবাহ ও আত্মহত্যাকে লালকার্ড প্রদর্শন, স্যানেটারি ও ন্যাপকিন বিতরণের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাল্যবিবাহ এবং আত্মহত্যাকে না বলবো এবং লালকার্ড প্রদর্শন করা হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ ও আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা ও উপদেশমুলক আলোচনা করেন অতিথিরা।
পরে বিনামূল্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্যানেটারি ও ন্যাপকিন বিতরণ করা হয়। উপজেলার কয়েকটি বিদ্যালয়ের ৩০০০ শিক্ষার্থীদের মাঝে ন্যাপকিন, স্যানেটারি সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যগে। এবং শিক্ষার্থীরা যেন স্বল্পমূল্যে এগুলো কিনতে পারে এজন্য কাজ করছি বলে জানান শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবির আহমেদ আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের রংপুর রিজিওনাল সেলস ম্যনেজার শাহ আহমেদ। এছাড়াও মতিউর রহমান চৌধুরী রুশৌ, টেরিটরি ম্যানেজার আবুল কাশেম ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সারওয়ার সোহাগ প্রমুখ।