কিশোরগঞ্জে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০২:১৭ এএম


কিশোরগঞ্জে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

বুধবার (১২ই অক্টোবর) এ উপলক্ষ্যে একরামপুর শ্রমিক লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগ সভাপতি এ.বি.এম সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আবুল হাসিম, সহ-সভাপতি আঃ মোতালিব ভূইয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, প্রচার সম্পাদক আনিছুর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর আব্দুল করিম, পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মীর নাইম ও বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

পরে কেক কেঁটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভা শেষে শ্রমিক লীগের জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় একই স্থানে
এসে শেষ হয়।

Link copied