দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০১:১৮ এএম

ছবিঃ সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। দেবীগঞ্জ ডোমার মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
বুধবার (১২ই অক্টোবর) দেবীগঞ্জ -ডোমার মহাসড়কে দেবীগঞ্জ নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সামনে মোটরসাইকেল টেস্ট ড্রাইভিং করতে গিয়ে পিছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত নাসির হোসেন (২০) নামের এক যুবক।
পাশে থাকা লোকজন তাকে দ্রুত দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেলে পাঠান।
এ সময় রংপুর যাওয়ার পথে নাসির হোসেন নামে ঐ যুবকের মৃত্যু হয়। নাসির হোসেন উপজেলার ৩ নং সদর ইউনিয়নের চর ঢাকাইয়া পাড়া সোনাপাতা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন দুর্ঘটনায় মৃতের বিষয়টি একাত্তর পোস্ট কে নিশ্চিত করেন।