খাগড়াছড়িতে পালিত হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা

মিলন ত্রিপুরা, খাগড়াছড়ি

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২, ১১:৪১ পিএম


খাগড়াছড়িতে পালিত হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা আয়োজনে ও উৎসব মখুর পরিবেশে খাগড়াছড়িতে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।

কংচাইরী আদর্শ বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে বিহারে এসে দায়ক দায়িকারা পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, হাজারা পুষ্প উৎসর্গ ও পানীয় দান, বুদ্ধ পূজা ও পিন্ড দান, পূন্যদান উৎসর্গ করা হয়।

পূণ্যবান দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্ম দশনা দান করেন কংচাইরী পাড়া আদর্শ বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ সুনাইদা ভিক্ষু। তাছাড়া সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বলন, রাতে ফানুস উড়ানো হবে।

অপর দিকে খাগড়াছড়ি চঙ্গী নদীতে হাজার বাতি প্রজ্বলনসহ গঙ্গা মায়ের উদেশ্যে নদীতে কল্পজাহাজ ভাসিয়ে উৎসর্গ করবে। তিন মাস বর্ষাবরণর পর বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে আনন্দের বার্তা বয়ে আনে এই প্রবরাণা পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের ঘরে ঘরে উৎসবের আমজ ছড়িয়ে পড়ে।

প্রবারণা পূর্ণিমায় নিজের দোষ স্বীকার করে আত্মসমর্পণের মাধ্যমে দোষ অর্পনাদন পূর্বক শুদ্ধ হয়ে পরম তৃপ্তিতে ভবিষ্যতে পথ চলার অঙ্গীকারই হলা প্রবারণা পূর্ণিমার বৈশিষ্ট্য। বৌদ্ধ ধর্মলম্বীরা বিশ্বাস করে প্রবারণার প্রধান শিক্ষা হলা পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মধ্যেই আছে শান্তি, সাধনা ও সুখ।

অন্যদিকে প্রবারণা পূর্ণিমার পর দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কঠিন চীবর দান মাস ব্যাপী প্রত্যক বিহার শুরু হবে। 

Link copied