শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান

শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২, ০১:১২ এএম


শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“এসো সবাই মিলে শপথ করি, মা ইলিশ রক্ষা করি”এই স্লোগানকে সামনে রেখে মা ইলিশ মাছ আহরণ বন্ধে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়।

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আজ (৮ অক্টোবর) শনিবার ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন এর মাঝের চর মোল্লার বাজারে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র উদ্যোগে জেলাপ্রশাসক মহোদয়ের দুর্যোগ ও ত্রাণ শাখা হতে ২০০ জন মৎস্যজীবির মাঝে ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ হাওলাদারসহ ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলেদের ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে নিষেধ করা হয়।ইলিশের অর্থনৈতিক ও ভৌগলিক গুরুত্ব বিষয়ে তাদের সচেতন করা হয়।

এছাড়া সরকার ভেদরগঞ্জ উপজেলার ১০১৩৮ জন জেলের জন্য ২৫ কেজি করে মোট ২৫৩.৪৫ মে: টন  চাল বরাদ্দ দিয়েছে। যা অচিরেই জেলেদের মাঝে বিতরণ করা হবে বলে জানানো হয়।

Link copied