খাগড়াছড়িতে ছাদ ধসে দুই শ্রমিক নিহত
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২, ০১:০৩ এএম

ছবিঃ সংগৃহীত
খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই জন শ্রমিক নিহত ও আটজন শ্রমিক আহত হয়েছে।
শনিবার বিকাল ৩টার সময় এ ঘটনা ঘটে। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।
খাগড়াছড়ি আধুনিক হাসপাতাল থেকে হতাহতের খবরটি নিশ্চিত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এতে আহত ও নিহতদের আত্মীয় স্বজন হাসপাতালে আহাজারি করছে।
নিহত শ্রমিকের নাম সাজ্জাদ হোসেন (১৮)। তার বাড়ি খাগড়াছড়ি কলেজ গেইট এলাকায়।
জানা যায় নিহত সাজ্জাদ খাগড়াছড়ি সরকারি কলেজের একজন ছাত্র। নিহত আরেক জনের নাম জানা যায় নি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্বার কাজ অব্যাহত রয়েছে।