নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২, ০৪:৫২ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
কক্সবাজারের চকরিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে গুনতে হয়েছে জরিমানা।
গোপন সংবাদের ভিত্তিতে ৭ অক্টোবর (শুক্রবার) সকালে চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান তাজিমের নেতৃত্বাধীন সঙ্গী পুলিশ সদস্যরা হানা দেন পৌরসভার চিরিঙ্গা মাছ বাজারে।
সে সময় বাজারের এক কোনায় বড় বড় ঝুড়িতে তল্লাশি চালিয়ে ২ ব্যবসায়ীর রক্ষিত ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান তাজিম জানান, বাজার থেকে জব্দকৃত ইলিশ মাছ পরিবহনের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামানের ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ গুলো উপজেলার চার এতিমখানায় ১০ কেজি করে ৪০ কেজি বন্টন করা হয়।
উল্লেখ্য যে, অদ্য ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার। এই সময় মাছের সর্বোচ্চ প্রজনন সময়কাল। তাই, ইলিশ ধরা,বিক্রি ও পরিবহন নিষিদ্ধ।