আত্নহত্যা করেছেন সেই শিক্ষিকা

স্টাফ রিপোর্টার, নাটোর

প্রকাশিত: ১৪ অগাস্ট ২০২২, ১১:১৫ এএম


আত্নহত্যা করেছেন সেই শিক্ষিকা

ফাইল ছবি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে সেই কলেজছাত্রকে বিয়ের প্রায় ৬ মাসের মাথায় খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী মামুনকে (২২) আটক করেছে পুলিশ।

নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ একাত্তর পোস্টকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিয়ে করেছিলেন এ দম্পতি।

শিক্ষিকা মোছা. খাইরুন নাহার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো. খয়ের উদ্দিনের মেয়ে এবং উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

বিয়ের পর খাইরুন নাহার জানিয়েছিলেন, রাজশাহীর বাঘায় প্রথম বিয়ে হয়েছিল তার। পারিবারিক কলহে সংসার বেশি দিন টেকেনি। তবে ওই ঘরে একটি সন্তান রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সে সময় আত্মহত্যার সিদ্ধান্তও নিয়েছিলেন। তখন ফেসবুকে মামুনের সঙ্গে পরিচয় হয়। মামুন খারাপ সময়ে পাশে থেকে তাকে উৎসাহ দিয়েছেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। তাই পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন।

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Link copied