শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন
প্রকাশিত: ১২ অগাস্ট ২০২২, ০৯:১৫ পিএম
ছবি: একাত্তর পোস্ট
শেরপুরের শ্রীবরদী টু ভায়াডাঙ্গা সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়াতে রাস্তায় দাড়িয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ আগষ্ট জুমার নামাজ বাদ উপজেলার পোড়াগড় এলাকায় আব্দুল্লাহর সভাপতিত্বে,ময়মনসিংহের হুজুর মাওলানা আব্দুল আজিজ দোয়া মাহফিল পরিচালনা করেন।এবং সড়ক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার কাছে ফরিয়াত জানান।বলেন দেশের সর্বস্তরের লোকজন যেনো সড়ক দুর্ঘটনার কবলে না পরেন।
উক্ত কর্মসূচি ও দোয়া মাহফিলে স্থানীয় এলাকাবাসী কয়েক শতাধিক জন সাধারণ অংশ গ্রহণ করেন।তবে দোয়া মাহফিল আয়োজন করেন,পোড়াগড় বাজার যুব ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ অটো-বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি,এবং গ্রামের যুব সমাজ।
তবে স্থানীয় এলাকাবাসীরা জানান, প্রতিদিনই এ সড়কে একটা না একটা দুর্ঘটনা লেগেই থাকে।গত একমাসে এই এলাকার রাস্তায় প্রান হারিয়েছে ৫ জন।আহত হয়েছে প্রায় ২০ থেকে ২৫ জন।নিহত ব্যক্তিরা হলেন, মোঃ মোক্কা মিয়ার মেয়ে মিতু আক্তার (১১)নামে, মোঃ আবু রায়হানের ছেলে আব্দুল মালেক (২৬)নামে, আবদুল মান্নানের ছেলে আঃ হাফি (৪৫) নামে, আবদুল রহিমের ছেলে আব্দুল্লাহ (৬০) নামে, নুর ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) নামে,
দোয়া মাহফিলের আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেনা।আমাদের দাবি প্রশাসন ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা যেনো নেয়।সেই জন্যই আমরা দোয়া মাহফিল আয়োজন করেছি।