খুটাখালীতে বন কর্মকর্তার নির্দেশনায় বনভূমি দখল বাণিজ্য
প্রকাশিত: ৮ অগাস্ট ২০২২, ০৯:১১ পিএম
ছবি: একাত্তর পোস্ট
সরকারি কোটি টাকার সম্পদ দখল নিতে প্রভাবশালী সিন্ডিকেট কে সহযোগিতা করেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীনস্থ মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় চাষাবাদকৃত কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীনস্থ মেদাকচ্ছপিয়া বিট এলাকায় সরকারি কোটি টাকার সম্পদ দখল করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সরকারি কোটি টাকার সম্পদ দখল কারী হলেন খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলবুনিয়া এলাকার স্থানীয় সন্ত্রাসী ও বহু মামলার আসামী ফজলুল হকের পুত্র মোঃ সেলিম বলে বলে জানিয়েছেন স্থানীয় এলাকার লোকজন।
সরকারি কোটি টাকার সম্পদ দখল কারী সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ শিকার করে বলেন, সরকারি বনের জমি টাকা দিয়ে আমি ক্রয় করেছি।
অভিযুক্ত বিট কর্মকর্তা সাহিন আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখা হয়েছে,আগামী দুই দিনের মধ্যে দখল কারীরা বাউন্ডারী উঠিয়ে নিবে।
প্রভাবশালীদের দখলকৃত সরকারি কোটি টাকার সম্পদ উদ্ধার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেন এলাকাবাসীরা।