পাবনার নতুন পুলিশ সুপার আকবর আলী মুনসী

শেখ সাখাওয়াত হোসেন, পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ৩ অগাস্ট ২০২২, ০৮:২৪ পিএম


পাবনার নতুন পুলিশ সুপার আকবর আলী মুনসী

নতুন পুলিশ সুপার আকবর আলী মুনসী। ছবি: একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপারের মধ্যে রয়েছে পাবনাও। পাবনায় নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আকবর আলী মুনসী। তিনি নেত্রকোণা জেলার পুলিশ সুপার‌ হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাবনার বর্তমান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সম্প্রতি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে পাবনায় বদলী করা হয়েছিল ।

তিনি পুলিশ সুপার হিসেবে পাবনা জেলাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ান তিনি। সাধারণ মানুষের সাথে সর্বদা মিশে নিজের সুনাম কুড়িয়েছেন মহিবুল ইসলাম খান বিপিএম।

Link copied