ধর্মপাশায় আওয়ামী লীগের বিশেষ প্রস্তুতি সভা
প্রকাশিত: ৩ অগাস্ট ২০২২, ০৫:৫৪ পিএম
ছবিঃ একাত্তর পোস্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন সহ কেন্দ্র ঘোষিত সারা মাস ব্যাপী বিভিন্ন কর্মসুচি যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
প্রস্তুতি সভায় ভার্চুয়ালীভাবে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনে রতন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাফিজ আলী,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোঘলক আহমেদ, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান,সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমেদ,জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন,সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।