খানসামায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ অগাস্ট ২০২২, ০৬:১১ পিএম


খানসামায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের খানসামা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পাকেরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্, আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহ খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুলসহ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।

Link copied