রংপুরের ৩ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে আদালত

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ০৭:১৮ এএম


রংপুরের ৩ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে আদালত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার ভিজিডি কার্ড'র চাল আত্মসাতের খবর গনমাধ্যমে প্রকাশ করায় তার শশুর কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রংপুরের  ৩ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে সাইবার ট্রাইব্যুনাল আদালত। আজ মঙ্গলবার সকাল ১১ টায় রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ ঘন্টার শুনানি শেষে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এ জামিন মঞ্জুর করেন।

এর আগে চেয়ারম্যানের শ্বশুর মোস্তাফিজার রহমান ফুলু রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানব কন্ঠ ও দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী ও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক  মামুন রশীদ এবং দৈনিক রংপুরের কন্ঠের সাংবাদিক শরিফুল ইসলামের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন।

Link copied