শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের জন্মদিন পালিত

শামছুল হক, শ্রীবর্দী (শেরপুর)

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১০:৪৬ পিএম


শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের জন্মদিন পালিত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদীতে শিশুদের জন্মদিন উদযাপন করা হয়েছে।মঙ্গলবার ২৬ শে জুলাই বিকালের দিকে বাংলাদেশ শ্রীবরদী ওয়ার্ল্ড ভিশন এপি'র উদ্যোগে এপি হলরুমে নিবন্ধনকৃত কমিউনিটি শিশুদের নিয়ে জন্মদিন পালন করা হয়।আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুদের জন্মদিন পালন করা হয়েছে।পরে উপজেলার এপি'র ম্যানেজার প্রকাশ চাম্বুগং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার,

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এরিয়া কোডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক তিনি বলেন,এমন জন্মদিন একই সাথে পালন করা অনেক আনন্দের ব্যাপার।অনেক শিশু তাদের পরিবারে জন্মদিন পালন করার সুযোগ পাইনা।ওয়ার্ল্ড ভিশন এমন আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।এবং কি শিশুদের করোনাকালে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন,প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাং,হারুনুর রশিদ ও স্পন্সর সিস্টেম সার্পোট অফিসার খ্রীষ্ঠিনা মুক্তা শিকদার,সহ সাংবাদিক সহ শিশু কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন। 

এতে উল্লেখ্য বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন উপজেলায় ৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২ হাজার ২০ জন শিশুদের মাঝে জন্মদিনের উপহার হিসেবে প্রত্যেক শিশুকে ১ টি ট্রুথ ব্রাশ,১ টি ট্রুথ পেশ,১ টি নেইল কাটার,৩ টি সাবান দেওয়া হয়।

Link copied